বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব সরাসরি নিজেদের হাতে নিয়েছে বোর্ড।
জানা গেছে, মূল মালিকপক্ষ দল পরিচালনায় অপরাগতা প্রকাশ করায় বিসিবি বাধ্য হয়ে চট্টগ্রামের মালিকানা গ্রহণ করে। একইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে দলটির টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই গুরুদায়িত্ব পাওয়ার ফলে বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সুমন।
সুমনের শূন্যস্থানে অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ড মনে করছে, মিনহাজুল আবেদিন নান্নুর মতো অভিজ্ঞ একজনের অন্তর্ভুক্তি টেকনিক্যাল কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। উল্লেখ্য, টুর্নামেন্টের স্বচ্ছতা ও কারিগরি বিষয়গুলো তদারকির জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।