বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।
ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন। দ্রুতই তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসাটেশন) দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, অ্যাম্বুলেন্সেও শ্বাস-প্রশ্বাস সচল ছিল জাকির। তবে হাসপাতালে যাওয়ার পর আর তার পালস পাওয়া যায়নি। চিকিৎসকরা তৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।