বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিসিবি জানিয়েছে, সম্প্রচার সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা বিবেচনা করে ভেন্যু কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন ১২ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ১৫ জানুয়ারি থেকে ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শেষ পর্ব।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে গতকালের স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
একনজরে বিপিএলের নতুন সূচি:
সিলেট পর্ব
- ১ জানুয়ারি দুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস
- ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স
- ২ জানুয়ারি দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস
- ২ জানুয়ারি সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
- ৪ জানুয়ারি দুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস
- ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স
- ৫ জানুয়ারি দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স
- ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স
- ৭ জানুয়ারি দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসে
- ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস
- ৮ জানুয়ারি দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স
- ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস
- ৯ জানুয়ারি দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস
- ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স
- ১১ জানুয়ারি দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স
- ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস
- ১২ জানুয়ারি দুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
- ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস
ঢাকা পর্ব
- ১৫ জানুয়ারি দুপুর ১টা, চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস
- ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস
- ১৬ জানুয়ারি দুপুর ২টা, রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস
- ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারির্স
- ১৭ জানুয়ারি দুপুর ১টা, রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস
- ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস
- ১৯ জানুয়ারি দুপুরে প্রথম এলিমেটর
- ১৯ জানুয়ারি সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার
- ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার
- ২৩ জানুয়ারি ফাইনাল