টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বিসিবি

ক্রিকেটের মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন আবারও ছায়া ফেলেছে ভারত-বাংলাদেশের সম্পর্কে। নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। সে কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।

এছাড়া জানা যায়, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা বলেনি। বরং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপটি অন্য কোনো নিরাপদ দেশে আয়োজন করা হলে বাংলাদেশ অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবে।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তাই বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। 

বোর্ড মনে করছে, বড় টুর্নামেন্টে অংশ নিতে হলে আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে একটা সময় উগ্র হয়ে উঠে ভারত ও কলকাতার বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। 

আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলোয়াড়দের না খেলানোর পরামর্শ দেয়া হয়। কলকাতার মাঠে যাতে বাংলাদেশের কোন ক্রিকেটার না খেলতে না পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। এমন অবস্থায় বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। এই কারণে বাধ্য হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।