আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে বড় চমক হিসেবে রয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। বরাবরের মতো নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস।
বিশ্বকাপের এই স্কোয়াডে ফেরানো হয়েছে কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের।
এছাড়া অলরাউন্ডার বাস ডি লিডে, লোগান ফন বিক ও মাইকেল লেভিটও জায়গা করে নিয়েছেন। উইকেটরক্ষক হিসেবে অধিনায়ক এডওয়ার্ডসের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তরুণ কাইল ক্লেইন ও নোয়া ক্রোসকে।
তবে কপাল পুড়েছে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা শারিজ আহমেদ, সেড্রিক ডি ল্যাঙ্গে এবং সিকান্দার জুলফিকারের। বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাননি তারা। আগামী আসরে নেদারল্যান্ডস গ্রুপ ‘এ’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, পাকিস্তান, নামিবিয়া ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।
নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব জুলফিকার, নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মার্ভে ও টিম ফন ডার গুগটেন।