টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত ‘ডেডলাইন’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে কঠোর অবস্থানে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে ম্যাচ খেলতে বিসিবির অনাগ্রহের পরিপ্রেক্ষিতে আগামী ২১ জানুয়ারিকে চূড়ান্ত সময়সীমা (ডেডলাইন) বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকইনফোর তথ্যমতে, গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বিসিবির দ্বিতীয় দফা বৈঠকে এই সময়সীমা নির্ধারণ করা হয়। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানে অনড় থেকে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন অথবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট শুরুর এই শেষ মুহূর্তে সূচি, ভেন্যু বা গ্রুপ বিন্যাসে কোনো পরিবর্তন সম্ভব নয়।

আইসিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি না হলে বিকল্প পরিকল্পনা কার্যকর করা হবে। সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল আসরে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই সংকটের মূলে রয়েছে আইপিএল ও মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া কূটনৈতিক জটিলতা। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়, যার রেশ ধরে বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ইংল্যান্ড, ইতালি ও নেপালের বিপক্ষেও ম্যাচ রয়েছে। এখন সবার নজর ২১ জানুয়ারির দিকে—যেদিন নির্ধারিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য।