বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বিশেষ অনুরোধ শান্তর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি তিনি এই অনুরোধ জানান।

শুক্রবার শেষ হওয়া বিপিএলের জমজমাট ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা উৎসবের রেশ কাটতে না কাটতেই দেশের ক্রিকেট ও ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।

শান্ত বলেন, ‘বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে—আমাদের জন্য যেন আরও একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে সবাই খেলার সুযোগ পাবে। বাইরের বিষয়গুলো সামলে মাঠের ক্রিকেটটা যেন সচল থাকে।’

একই সঙ্গে ঢাকার ঘরোয়া ক্রিকেট নিয়েও কথা বলেন রাজশাহী ওয়ারিয়র্সের এই অধিনায়ক। তিনি বলেন, ‘ঢাকার ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বোর্ডকে অনুরোধ করব আগের আসরগুলোর তুলনায় যেন আগামীতে আরও সুন্দরভাবে লিগ আয়োজন করা হয়।’

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসে রাখার ওপর জোর দিয়ে শান্তর এই প্রস্তাব এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।