দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি প্রক্টরের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার এবং পরে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করা মাইক প্রক্টর মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অসুস্থ থাকা অবস্থায় তিনি  মারা গেছেন। দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী মারিয়ানা।

আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান দেখলে বোঝার উপায় নেই তিনি কত বড় ক্রিকেটার ছিলেন। কেবল ৭ টেস্ট খেলায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ হয়নি। প্রক্টর যখন ক্যারিয়ারের তুঙ্গে তখনই বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিষেধাজ্ঞার পর তখন প্রক্টর পুরদমে কোচ। তবে প্রথম শ্রেণিতে তার চোখ ধাঁধানো পরিসংখ্যান বলবে কতটা বড় মাপের ব্যাটার ছিলেন তিনি। 

প্রথম শ্রেণিতে প্রক্টর খেলছেন ৪০১টি ম্যাচ। ৪৮টি সেঞ্চুরি আর ১০৯টি হাফ সেঞ্চুরিতে করেন ২১ হাজার ৯৩৬ রান। ১৯৯১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে তখন তিনি ছিলেন দলের প্রধান কোচ। ১৯৯২ সালে বিশ্বকাপেও দায়িত্ব সামলান প্রক্টর। শেষ জীবনে ম্যাচ রেফারি হিসেবে প্রভাবশালী ভূমিকা রাখতে দেখা যেত তাকে।