অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রয়েছে। তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি তারা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৮৯ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচে টস জিতলেও আজ হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ব্যাট হাতে নেমে সেই পুরানো চিত্র। একের পর এক বিদায়। মাত্র চার ব্যাটার দুই অংকের রানের দেখা পেয়েছে, তবে আহামরি কিছু নয়। কেননা ইনিংসে সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। আর তার পরিমাণ ২০। ফলে চার ব্যাটারের সংগ্রহ বিশের নিচে।
ব্যাট হাতে সবার চেয়ে বেশি রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২০ রান করেছেন তিনি। এছাড়া স্বর্ণা আকতার ১০, সুলতানা খাতুন ১০ ও মারুফ খাতুন ১৫ রান করেন।
অস্ট্রেলিয়ার সফল বোলার ছিলেন কিম গার্থ। ৭ ওভারে ১১ রানে ৩ উইকেট শিকার তার। অ্যাশলেই গার্ডনারও ৩ উইকেট নিয়েছেন। তার খরচ ২৫ রান। এছাড়া এলিসি পেরি ও সোফি মোলিনিউক্স দুটো করে উইকেট নেন।