বাংলাদেশের সিরিজ জয়ের পথে বাধা হবে না তো বৃষ্টি?

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে ২-০ তে এগিয়ে নাজমুল শান্ত দল। আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ। যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে পুরো দলকে। সিরিজ নিশ্চিতের এই ম্যাচটি চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়। তবে সেই ম্যাচে রয়েছে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা। অর্থাৎ বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্নে পানি ঢেলে দিতে পারে বৈশাখের এই শেষ বৃষ্টি।

ম্যাচের সময় চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রাম শহরে আজ অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিলা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচের সময় অর্থাৎ ৩টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত বৃষ্টির হওয়ার সম্ভাবনা বেশ প্রবল।

সর্বোচ্চ ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে আজকের পূর্বাভাসে বজ্রপাতের সম্ভাবনা আছে। সেটাও ২৯ শতাংশের বেশি। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগে প্রাকৃতিক দুর্যোগের চোখরাঙানি আছে বেশ ভালোই!

এর আগেও, সিরিজের প্রথম দুই ম্যাচেই ছিল বৃষ্টির সম্ভাবনা। মাঝে বেশ কিছুক্ষণ বন্ধও রাখতে হয়েছে ম্যাচ। তবে সেই বৃষ্টিতে কমাতে হয়নি ম্যাচের পরিধি। যেখানে বেশ সহজেই জয় তুলেছে বাংলাদেশ। তবে আজ বৃষ্টির সম্ভাবনা আগের দুই দিনের থেকে বেশি। তাই দু’দলের জন্যই টস হতে পারে গুরুত্বপূর্ণ। তবে সব ছাপিয়ে যদি ঝুম বৃষ্টিতে ভেসেই যায় ম্যাচটা তবে যে সিরিজ জয়ের অপেক্ষাটা বাড়বে বাংলাদেশেরই।