জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলায় ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে যেই ছাপ পড়েছে ব্যাটিংয়েও। টসে হেরে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার আগ্রাসী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে ৫৬ রান জমা করে বাংলাদেশ। শুরুতে সৌম্য খোলসে বন্ধী থাকলেও পরে ব্যাট হাতে বাংলাদেশকে স্বপ্নের শুরু এনে দিয়েছেন তামিমের সঙ্গে জুটি গড়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে কোনো উইকেটে না হারিয়ে ৯০ রান। উইকেটে আছেন দুই ওপেনার। তামিম এরইমধ্যে ফিফটি পেয়ে গেছেন। দু’জনেই উইকেটে সেট হয়ে যাওয়ায় বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
মিরপুরে এদিন টসে জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। উদ্দেশ্যটা পরিষ্কার, বাংলাদেশকে যতটা কম রানে সম্ভব বেধে ফেলে ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমানোর। তবে জিম্বাবুয়ের সেই লক্ষ্য বানচাল করে দেন তানজিদ তামিম। চোট থেকে ফেরা সৌম্য শুরুতে রয়েসয়ে ব্যাট চালালেও আগ্রাসী রূপ ধারণ করেন তামিম। জিম্বাবুয়ের বোলারদের চাপে রাখেন তিনি। আদায় করে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
এর আগে, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দলে তিন পরিবর্তন আনে বাংলাদেশ। বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ ও সাইফ উদ্দিনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।