টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সেই প্রস্তুতিটা নিতে গিয়েই এবার বড় বিপদে পড়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের মাত্র ২০ দিন আগে জিম্বাবুয়ে সিরিজে পাঁজরে চোট পেয়েছেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। যেই চোট শঙ্কায় ফেলে দিয়েছে তার বিশ্বকাপ। এমন খবরে চিন্তার ভাজ বাড়ছে বিসিবির কপালে। যা ফুটে উঠল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কণ্ঠেও।
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। শুরুতে সেই চোট খুব একটা গুরুতর মনে না হলেও ব্যথা সারেনি তাসকিনের। পরে পঞ্চম ম্যাচে তাকে না খেলিয়ে হাসপাতালে পাঠানো হয় স্ক্যান করাতে। সোমবার সেই স্ক্যানের রিপোর্ট আসলে তাসকিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
তবে বিশ্বকাপের আগে দলের অন্যতম সেরা পেসারের এই চোট যে চিন্তার ভাজ বাড়াচ্ছে বিসিবির কপালে সেটা স্বীকার করেছেন বিসিবি প্রধান। বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’
জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ না খেললেও সিরিজসেরা হয়েছেন তাসকিন। কিপটে বোলিংয়ের সঙ্গে ৪ ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট। এমন পারফর্মারের জন্য তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় দল। পাপন বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না দেখবো। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’