হার দিয়ে সুপার এইট পর্ব শুরু হলো বাংলাদেশের। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা। আগে ব্যাটিং করে ১৪০ রান করে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১০০ রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। সেটা আর না থামায় বৃষ্টি আইনে অজিদের জয়ী ঘোষণা করেন আম্পায়াররা।