বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল স্বপ্ন টিকে রইল

যুক্তরাষ্ট্রকে এক অর্থে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ১২৯ রানের টার্গেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ যে ব্যাটিং করলো তার নাম ঝড়! ম্যাচ জিতলো ৯ উইকেটে। 

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখলো। আর সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল।

ওপেনিংয়ের সাই হোপ এই ম্যাচে ব্যাটিংয়ে নায়ক। ৮ ছক্কা চার বাউন্ডারিতে ৩৯ বলে অপরাজিত ৮২ রান করেন এই ওপেনার। শেষের দিকে তাকে দারুণ সঙ্গ দেন নিকোলাস পুরান। মাত্র ১২ বলে অপরাজিত ২৭ রান করে দলকে এনে দেন বড় জয়।

১০.৫ ওভারে ১২৯ রানের টার্গেট অনায়াস ভঙ্গিতে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১১ ছক্কা ও ৭ বাউন্ডারিতে দ্রুত গতিতে এই ম্যাচ জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ রান রেট ও বাড়িয়ে নিল।

এই গ্রুপে পয়েন্ট তালিকা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন দ্বিতীয়। দুই ম্যাচে দুই জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে। দুই ম্যাচে এক জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দ্বিতীয় তৃতীয় অবস্থানে। রান রেটে ইংল্যান্ডের চেয়ে উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে একতরফা ম্যাচে বড় জয়টা ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালের স্বপ্ন দেখাচ্ছে। তাদের সামনে হিসেবটা সহজ, দক্ষিণ আফ্রিকাকে হারালেই সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত।