সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে যে ব্যবধানে জিততে হবে 

ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে খেলার সম্ভাবনার পথে আছে এখন আফগানিস্তান ও বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় ২৪ রানের জয়ে ভারত সেমিফাইনালে উত্তীর্ন হয়েছে। সেমিফাইনালের দ্বিতীয় দল কে হবে- সেই সম্ভাবনার পথে আছে বাকি তিনদলই! অর্থাৎ অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ তিন দলের যে কোনো একটি দল ভারতের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালের দল হতে পারে।

কি সেই সমীকরণ? নিচে তারই বিস্তারিত জানি।

আফগানিস্তানের সম্ভাবনার হিসেব:  
আফগানিস্তান যদি ২৫ জুনের ম্যাচে বাংলাদেশকে হারাতে পারে তাহলে আর কোনো সমীকরণের প্রয়োজন পড়বে না কারো। আফগানিস্তান যে কোনো ব্যবধানে বাংলাদেশকে হারালেই সেমিফাইনালে নাম লেখাবে। তখন তাদের পয়েন্ট হবে চার। অস্ট্রেলিয়ার দুই এবং বাংলাদেশের শূন্য।

বাংলাদেশের সম্ভাবনার অঙ্ক: 
বাংলাদেশ যদি আফগানিস্তান হারায় তাহলে সেমিফাইনালের হিসেব চলে আসবে বাংলাদেশের পক্ষে। তবে সমস্যা হলো বাংলাদেশকে এই ম্যাচ শুধু জিতলেই চলবে না, রানরেটও বাড়াতে হবে। সেটা করতে হলে আফগানিস্তানকে ভালো ব্যবধানে হারাতে হবে।

সেই ব্যবধান কেমন? উত্তরটা জানাচ্ছি। 
বাংলাদেশ যদি আগে ব্যাট করে ১৬০ রান করে তাহলে আফগানিস্তানকে ম্যাচটা হারতে হবে ৬১ বা তারচেয়ে বেশি রানে। আর যদি আফগানিস্তান আগে ব্যাট করে ১৬০ রান করে তাহলে বাংলাদেশ সেই টার্গেট টপকাতে হবে ১৩ ওভারের মধ্যে। 

অস্ট্রেলিয়ার আশা আছে কি?
আছে। উপরে উল্লেখিত ব্যবধানের কমে যদি বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে নাম লেখাবে।

তিন দলের সেমিফাইনালের এই সমীকরণে আফগানিস্তানের অঙ্কটাই সবচেয়ে সহজ মনে হচ্ছে। আর আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে অস্ট্রেলিয়া দারুণভাবে সমর্থন করছে বাংলাদেশকে! বাংলাদেশ যদি যেনতেন ভাবে এই ম্যাচ জিতে তবেই কেবল অস্ট্রেলিয়ার আশা আছে।