কোপায় ব্রাজিলের মিশন ড্র দিয়ে শুরু

সবকিছুই করেছে ব্রাজিল। গোল করেছে, তবে বাতিল হয়েছে। ম্যাচে পরিস্কার আধিপত্য বিস্তার করেছে। তারপরও কোপার সূচনাটা ভালো হয়নি সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিলের। মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে তারা কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করেছে।

একটা গোল ব্রাজিল করেছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। ভিএআর পরীক্ষায় রেফারি অফসাইডের সিদ্ধান্ত দেন। মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল ব্রাজিলের। কিন্তু কোস্টারিকার রক্ষণভাগ ভাঙা তাদের জন্য দূরহ হয়ে পড়েছিল। জয় না পাই, হারব না এমন পরিকল্পনায় সফল কোস্টারিকা।

ব্রাজিলের একের পর এক আক্রমণ রচনা করেছে। গোলে শটও নিয়েছে। কোস্টারিকার বুকে কাঁপন ধরিয়েছে কিন্তু বলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতার দুর্দান্ত এক শট পোস্টে লেগে ফিরে আসে। আর গুইলহার্মে আরানার একটা চমৎকার শট কোস্টারিকার গোলরক্ষক প্যাটট্রিক সেকুইরা ফিরিয়ে দেন।

জয়ের জন্য মরিয়া ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র ৭০ মিনিটে দুই তরুণ খেলোয়াড় স্যাভিও ও এনড্রিককে মাঠে নামান। তারা খুব একটা অবদান রাখতে পারেননি। তবে ব্রাজিল শেষ দশ মিনিটে দুইবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুইবারই পাকুয়েতাা বলকে বাইরে মারেন। ফলে সাবেক চ্যাম্পিয়নদের আর ম্যাচে জয় পাওয়া হয়নি।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে কলাম্বিয়া ২-১ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। এর ফলে কলাম্বিয়া পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। এক পয়েন্ট করে নিয়ে ব্রাজিল ও কোস্টারিকা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। প্যারাগুয়ে চতুর্থ স্থানে। তাদের ভান্ডার শূন্য।