টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিল সেমিফাইনাল খেলার, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হলো না। সেমিফাইনালে যেতে বাংলাদেশকে ১১৬ রান করতে হবে ১২.১ ওভারের মধ্যে। বাংলাদেশের ব্যাটাররা তা করতে পারেননি। ফলে ম্যাচ জিতলেও সেমিফাইনালে যেতে পারবে না বাংলাদেশ।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল টিম টাইগার্স। তবে সবকিছুকে পেছনে ফেলে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপরই বাংলাদেশের সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিল সেমিফাইনাল খেলার। তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার পর, ভারত পরীক্ষাতেও পাস করতে পারেনি টাইগাররা।