টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের চাপ নিতে পারছে না দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় দ্বিতীয় ওভারে হেনড্রিকসকে (৪) বোল্ড করেন বুমরাহ। এরপর আর্শদীপের শিকার মার্করাম (৪)। তবে কিছুক্ষণ দেখেশুনে খেলে স্টাবস ৩১ এবং ডি কক ৩৯ রান দলকে সংগ্রহ দিয়ে সাজঘরে ফিরেছেন।
এই রিপোর্ট লেখার সময় ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৯ রানে ব্যাট করছে প্রোটিয়ারা। ডেভিড মিলার ০ ও হেনরি ক্লাসেন ৪ রানে ব্যাট করছে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। ফলে চ্যাম্পিয়ন হতে ১৭৭ রান দরকার প্রোটিয়া দলের।