নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর আগামী অক্টোবরে মাঠে গড়ানোর কথা। সব ঠিক থাকলে এবারের আসরের আয়োজক বাংলাদেশ। তবে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশের আয়োজক হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া একাধিক দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়ায় এই শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের আয়োজক হিসেবে অন্য দেশ খুঁজছে। তবে হাল ছাড়তে রাজি নন, বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের জন্য বদ্ধ পরিকর আসিফ মাহমুদ। সে জন্য জাতিসংঘের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, কিছু দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সুতরাং এ ব্যাপারে জাতিসংঘের সঙ্গে কথা বলতে হবে। নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে কিছু সমস্যা রয়েছে। এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবো। তিনি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি। আশা করছি, তিনি সবকিছু সমাধান করতে পারবেন।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ড তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। গত শনিবার আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের বিষয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছে। এমনকি টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় কিনা সে ব্যাপারেও তারা চিন্তা ভাবনা করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ মুহূর্তে কঠিন সময় পার করছে। বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন বোর্ডে অনুপস্থিত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি লাপাত্তা। পাশাপাশি বেশ কয়েকজন পরিচালকও বোর্ডে অনুপস্থিত। ফলে ক্রিকেট বোর্ডের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে।
আগামী ৩ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। মোট দশটি (বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা) দল এবারের টুর্নামেন্টে অংশ নেবে।