হোল্ডার ও রাসেলকে বাইরে রেখে উইন্ডিজের টি-টোয়েন্টি দল

জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলকে বাইরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেলকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্বে। হোল্ডারকেও বিশ্রামে থাকার জন্য বলা হয়েছে। তবে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে দলটির মেডিকেল টিম।

আন্দ্রে রাসেল ও হোল্ডারের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে দলের রাইরে রাখা হয়েছে আলজারি জোসেফকে। অথচ গত জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। অবশ্য সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তিনি ছিলেন না।

পুরোপুরি ফিটনেস ফিরে না পাওয়ায় এ সিরিজে দেখা যাবে না ওপেনার ব্রান্ডন কিংকে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি। তার জায়গায় জনসন চার্লসের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন শাই হোপ।

এদিকে বিশ্বকাপ দলে না থাকলেও এ সিরিজে ফিরেছেন শিমরন হোয়াটমোর। গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।