টি-টোয়েন্টি

পুরানের বিধ্বংসী ইনিংসে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ ড্র করার দ্বিতীয় ম্যাচে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল তারা। তবে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয় পায়। টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৭ উইকেটে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয়।

ওয়েস্ট ইন্ডিজ মূলত প্রথম তিন ব্যাটারের ওপর ভর করে জয় তুলে নেয়। দুই ওপেনার অ্যালিক অ্যাথাঞ্জে ও শাই হোপ ৮৪ রানের জুটি গড়েছিলেন। অ্যাথাঞ্জে ৪০ রান করেন। শাই হোপ ৫১ রান করেন। তবে বড় ইনিংসটি খেলেছেন নিকোলাস পুরান। ৬৫ রান করেছেন। বিধ্বংসী এক ইনিংস তার। মাত্র ২৬ বলে এই রান করেছেন। ২০ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন। ৫০ রান করতে একটি মাত্র বাউন্ডারি মেরেছিলেন। আর ওভার বাউন্ডারি ছিল আধা ডজন। পরে আরো একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি যোগ হয় তার ইনিংসে।

এর আগে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল খুব বাজে। ২৩ রান করতে দুই ওপেনারকে হারিয়েছিল তারা। তবে চতুর্থ ব্যাটার ট্রিস্টান স্টাবস ৭৬ রান করে দলের বিপর্যয় এড়ান। এ ছাড়া প্যাটট্রিক ক্রুগার ৪৪ রান করে দলের সংগ্রহকে সমৃদ্ধ করেছিলেন। জয়টা হয় তো তাদের হাতে ধরা দিত। কিন্তু নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসে সেই জয় কেড়ে নেয়।