বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভেনু্য পরিবর্তন হয়েছে। বাংলাদেশ স্বাগতিক হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় বিশ্বকাপের আয়োজক এখন অন্য দেশ। একই কারণে স্থগিত হয়ে আছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়ে এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা নেই। আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটির বাংলাদেশ আসার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে সিরিজের ভেনু্য চূড়ান্ত করেছে। দুই ম্যাচের একটি ঢাকা ও অন্যটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সফর সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। তবে সফরসূচি চূড়ান্ত না হলেও বিসিবি ভেনু্য চূড়ান্ত করে রেখেছে।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে। সেবার তিন সংস্করণের ক্রিকেট খেললেও এবার শুধু টেস্ট খেলবে। আগামী মাসের ১৬ তারিখ তাদের ঢাকায় আসার কথা। ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।