স্বাগতিকদের মাঠে ওয়ানডে সিরিজে আবারও দাপট দেখালো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হ্যারি ব্রুকের নেতৃত্বে আরেকটি হার দেখলো ইংলিশরা। মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে ২৭০ রান করে সফরকারীরা।
তারপর মিচেল স্টার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ২০২ রানে।
লিডসের হেডিংলিতে ৬৮ রানের চমৎকার জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। ৪০.২ ওভারে অলআউট হয় স্বাগতিকরা। জেমি স্মিথ ছাড়া আর কারও ব্যাটে জেতানোর মতো রান দেখা যায়নি।