নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর শেষ পর্যায়ে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল পর্ব। এশিয়ার কোনো দলই এবার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছাতে পারেনি। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে পৌঁছেছে। আজ প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার এবং আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।
সংযুক্ত আরব আমিরাতে এবারের আসর বসলেও মূল আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টের ভেন্যুতে পরিবর্তন আনে আইসিসি।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করার স্বপ্ন দেখছিল। শুরুটাও করেছিল সেভাবে। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে সূচনা হয়েছিল বাংলাদেশের। কিন্তু প্রথম ম্যাচের পরেই পথ হারায় টাইগ্রেসরা। আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা।
ভারত শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সেমিফাইনালে উঠতে পারেনি। দুই জয় তাদের সেমিফাইনাল খেলার জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তান এক জয় পেয়েছে। আর শ্রীলঙ্কার জয়ের দেখা পায়নি। তবে দুর্ভাগ্য ইংল্যান্ডের। তিন জয়েও তারা সেমিতে উঠতে পারেনি। তবে সমান তিন জয় নিয়ে ঠিকই শেষ চারে খেলার টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
'এ' গ্রুপ থেকে সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করে। নিউজিল্যান্ড তিন ম্যাচ জিতে তাদের সঙ্গী হয়েছে।