দুইশত উইকেট শিকারীর ক্লাবে তাইজুল

টেস্ট ক্রিকেটে আরও একবার ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। সোমবার (২১ অক্টোবর) মিরপুরে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই স্পিনার। এনিয়ে ক্যারিয়ারে ১৩বারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পেলেন তাইজুল। এ ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাঝ দিয়ে তাইজুল টেস্ট ক্রিকেট দুইশত উইকেট শিকারের মাইলফলকে পা রেখেছেন। বর্তমানে তার  শিকার সংখ্যা ২০১। আজ যখন চতুর্থ উইকেট শিকার করেন তখন তিনি দুইশত উইকেট শিকারের মাইলফলকে পা রাখেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ যখন মাত্র ১০৬ রানে অল আউট হয়ে বড় বিপর্যয়ের সামনে তখন তাইজুল ইসলাম তার ভেলকি দেখালেন। দক্ষিণ আফ্রিকার হারানো ছয় উইকেটের পাঁচটিই শিকার করেছেন তাইজুল। প্রথম আঘাতটি হাসান মাহমুদ করলে দক্ষিণ আফ্রিকার জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন তাইজুল। একে একে তিনি তুলে নিয়েছেন ট্রিস্টান স্টাবস (২৩), ডেভিড বেডিংহাম (১১), টনি ডি জর্জি (৩০), ম্যাথিউ ব্রিটজকে (০) ও রায়ার রিকেলটন (২৭)।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তাইজুলের সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট। ২০১৪ সালে এই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ক্যারিয়ারে একবার ইনিংসে সাত উইকেটও পেয়েছেন। ২০২১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেট পাওয়ার সাফল্য দেখিয়েছিলেন তিনি। ৬ উইকেট পেয়েছেন পাঁচবার। আর পাঁচ উইকেট ছয় বার। ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাকে এখন সমৃদ্ধ করার সুযোগ রয়েছে তাইজুলের সামনে। দক্ষিণ আফ্রিকার এখনও চার উইকেট অক্ষত রয়েছে। তাইজুল যেভাবে যাদু দেখিয়ে চলেছেন তাতে করে তার শিকার সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি।