জমে উঠেছে মিরপুর টেস্ট। আজ সকালে শুরু হওয়া টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে আল আউট হয়। লজ্জায় ডুবতে হয় স্বাগতিক দলকে। টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের তালিকায় এটি ১৭তম। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশকে টপকে গেছে। করেছেন ৬ উইকেটে ১৪০ রান।
১০৬ রানে অল আউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং লজ্জার রেকর্ডটা আরও বড় হয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন রানের যে ১৫টি স্কোর রয়েছে তার চারটিই এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা যে খুব ভালো করেছে তা নয়। অন্তত এ সময় পর্যন্ত যা খেলা হয়েছে তাতে দক্ষিণ আফ্রিকার স্বস্তির হাসি হাসার তেমন একটা কারণ এখন পর্যন্ত নেই। এরই মধ্যে তারা বাংলাদেশে সংগ্রহকে টপকে গেছে ঠিকই তবে হারাতে হয়েছে ৬ উইকেট।
বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার অবস্থাও একই। তাদের ওপেনার টনি ডি জর্জি সর্বোচ্চ রান করেছেন, তার রানও ৩০। তবে ব্যতিক্রম অন্য ব্যাটারদের পারফরম্যান্স। বাংলাদেশের অন্য ব্যাটাররা তেমন কোনো অবদান রাখতে পারেননি।