ভেরেইনে-মুলদারে ভর করে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রথম দিন ছয় উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা সপ্তম উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণ আফ্রিকার লিড বড় করেই যাচ্ছেন আগের দিন অপরাজিত দুই ব্যাটার উইয়ান মুলদার ও কাইল ভেরেইনে। এরই মধ্যে ফিফটি করে ফেলেছেন ভেরেইনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারি প্রোটিয়াদের সংগ্রহ ৫৮ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২০৩ রান। ভেরেইনে ৫৭ আর মুলদার খেলছেন ৪১ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকার লিড এখন ৯৭ রানের।

এর আগে সোমবার (২১ অক্টোবর) প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। সে সময় তাদের লিড ছিল ৩৪ রানের।