মিরপুর টেস্টে চতুর্থ দিনের সকালটা ভালো কাটলো না বাংলাদেশের। আগের দিন বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু আজ সকালে মাত্র ২৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রান করেছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩০৮ রান। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১০৬ রানে।
মেহেদি হাসান মিরাজের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ লিডটা আরো সমৃদ্ধ করার স্বপ্ন দেখছিল। কিন্তু আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা মেহেদি হাসানকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রাবাদা। তিন অঙ্কের যাদুকরী সংখ্যা থেকে মাত্র ৩ রান দূরে থাকতে তাকে মুলডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রাবাদা। ৯৭ রানের ইনিংসটি খেলতে মেহেদি হাসান ১৯১ বলের মোকাবেলা করেছেন। ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। মূলত মেহেদি হাসানের এই ইনিংসের কল্যাণে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারের হাত থেকে রেহাই পেয়েছে। মাত্র ১১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন জাকের আলীকে সঙ্গী করে কঠিন প্রতিরোধ গড়ে তোলেন তিনি। সপ্তম উইকেটে তারা ১৩৮ রানের জুটি গড়েছিলেন।
এর আগে আউট হন নাইম হাসান ও তাইজুল ইসলাম। তাদের উইকেট ভাগাভাগি করেন রাবাদা ও মুলডার। সব মিলিয়ে ইনিংসে রাবাদা ৬ উইকেট নেন। ৪৬ রানে এই ৬ উইকেট তার।