দ্বিতীয় টেস্টে বাদ তাসকিন, দলে ডাক পেলেন খালেদ

আগামী ২৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ টেস্টের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদকে বাইরে পাঠিয়ে দলে ডাক পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।

প্রথম টেস্টে মাঠে নামেননি পেসার তাসকিন আহমেদ। তবে তিনি দলে ছিলেন। দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলের বাইরে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে চট্টগ্রামে। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছাবে।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ দল ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে বাজে পারফরম্যান্স করেছে। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে ব্যাকফুটে চলে যায়। সে অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে ৭ উইকেটের হার নিয়ে বাংলাদেশ সিরিজে পিছিয়ে পড়েছে। সিরিজে হার এড়াতে বাংলাদেশের সামনে এখন দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।