আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। এই টুর্নামেন্টের গেলবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। টানা এই শিরোপা জয়ের দারুণ একটা সুযোগের সামনে দাড়িয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ এশিয়া দল।
গতকাল শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে নেমে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। যদিও শুরুতে বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু আজিজুল হাকিম সেই চাপ উড়িয়ে দিয়ে দলকে এনে দেন অনায়াস এক জয়! অর্ধেকের বেশি রান একাই করেন তিনি। দলকে জিতিয়ে ৭ চার ও ৩ ছক্কায় বাংলাদেশ অধিনায়ক অপরাজিত ৪২ বলে ৬১ রানে।
এর আগে সকালে টস জেতে বাংলাদেশ নেয় বল হাতে। শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশ যুবাদের বোলিং আক্রমণে ৩৭ ওভারে অলআউট হয়ে পাকিস্তান করে ১১৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে।
২৪ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন। ২৩ রানে ২ উইকেট নেন আরেক পেসার মারুফ মৃধা। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। মারুফ মৃধা পাকিস্তানের দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে আউট করেন।
পাকিস্তান যুব দলের অধিনায়ক সাইদ বেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহকে ফেরান পেসার ইকবাল হোসেন ইমন। ১৮ রানে সাইদ বেগ আউট, ২৮ রানে রিয়াজুল্লাহ।