ফাইনালে পারল না বাংলাদেশ

টার্গেট খুব বেশিকিছু ছিল না। ট্রফি জিততে দরকার ছিল মাত্র ১১৮ রান। কিন্তু বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ৭৬ রানে। ভারত ৪১ রানের বড় ব্যবধানে ফাইনাল জিতে অনুর্ধ্ব-১৯ উইমেন্স এশিয়া কাপের ট্রফি জিতলো। রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ঠ থাকতে হলো বাংলাদেশ নারী দলকে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই ফাইনালে টসে জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। ভারতের ওপেনার গাঙ্গদি তৃষ্ণা ছাড়া বাকি আর কেউ ব্যাট হাতে সাফল্য দেখাতে পারেননি। তৃষ্ণা ৪৭ বলে ৫২ রান করেন। শেষের দিকে মিথিলা বিনোদের ১৭ রানের সুবাদে ভারত কোনোক্রমে তিন অঙ্কের স্কোরে পৌছায়। ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। বাংলাদেশের ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট পান। 

জয়ের জন্য মাত্র ১১৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যাটিংয়ের শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। উইকেট হারানো শুরু হলে আর সেই পতন থামল না। ওপেনিংয়ে ফাহমিদা ও মিডলঅর্ডারে জুরাইয়া ফেরদৌস ছাড়া আর কেউ ডাবল ফিগারে পৌছাতে পারেনি। শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ মাত্র ২২ রান যোগ করে। থেমে যায় দলের ইনিংস মাত্র ৭৬ রানে। 

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১১৭/৭ (২০ ওভারে, তৃষ্ণা ৫২, ফারজানা ৪/৩১)। বাংলাদেশ ৭৬/১০ (১৮.৩ ওভারে, ফাহমিদা ১৮, জুরাইয়া ২২, শুক্লা ৩/১৭)। ফল: ভারত ৪১ রানে জয়ী।