বছরের শেষ দিনে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করল বর্ষসেরা ওয়ানডে একাদশ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে তৈরি করা এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেস তারকা তাসকিন আহমেদ। তবে এই একাদশে স্থান পায়নি কোনও ভারতীয় ক্রিকেটার।
বিদায়ী বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ওয়ানডে ফরম্যাটে ৭ ম্যাচ খেলে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্সই ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ৪ জন, আফগানিস্তানের ৩ জন আর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।
আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় স্থান হয়নি গত ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত এবং অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের। যদিও আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে জসপ্রিত বুমরা বর্তমানে ৭ম এবং সিরাজ ৮ম স্থানে অবস্থান করছেন। এছাড়া ব্যাটিং তালিকার সেরা পাঁচে আছেন রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলিরা।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।