আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জিওফ অ্যালারডাইসের পদত্যাগের খবর নিশ্চিত করেছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ গত ১ ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস।

হঠাৎ পদত্যাগের কারণ হিসেবে তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা উল্লেখ করেছেন। চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ করে পদত্যাগের কারণ ব্যাখ্যায় অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে আমরা যে ফল অর্জন করেছি, তাতে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।

এছাড়া ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যালারডাইস বলেন, গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সঠিক সময় এটিই। আমার দৃঢ় বিশ্বাস, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে এবং আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যতের সাফল্য কামনা করি আমি।

২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে মানু শনেকে বরখাস্ত করা হলে আট মাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন।