মোহাম্মদ নাঈম এবারের বিপিএলে ছিলেন খুলনা টাইগার্সের সবচেয়ে উজ্জ্বল ব্যাটার। কিন্তু দল ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় তিনিও থেমে গেলেন রেকর্ডের ঠিক দোরগোড়ায়। মাত্র কয়েক রানের জন্য হারালেন এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট।
বিপিএল ২০২৫ শেষ করেছেন ১৪ ম্যাচে ৫১১ রান নিয়ে। ব্যাট থেকে এসেছে ১ সেঞ্চুরি ও ৩ হাফ-সেঞ্চুরি, স্ট্রাইক রেটও দুর্দান্ত-১৪৩.৯৪। তবে তাঁর আক্ষেপ, আর মাত্র ৬ রান করতে পারলেই ২০২৩ সালে নাজমুল হোসেন শান্তর করা ৫১৬ রানের রেকর্ড ভেঙে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারতেন।
শুধু শান্ত নয়, নাঈম ছুঁতে পারতেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশোকেও। ২০১৯ সালে রুশো করেছিলেন ৫৫৮ রান। খুলনা যদি আরও একটি ম্যাচ খেলতে পারত, হয়তো রুশোর রেকর্ডও ছিল নাগালের মধ্যে।
জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে থাকা নাঈমের জন্য এবারের বিপিএল ছিল ফেরার মঞ্চ। সেই সুযোগকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। নিজের ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন নির্বাচকদেরও।