আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিশিয়ালদের তালিকায় আছেন ১৫ জন। এরমধ্যে ১২ জন আম্পায়ার এবং ৩জন ম্যাচ রেফারি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। রিচার্ড ক্যাটেলবরোর সাথে উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
আম্পায়ার হিসেবে আরও আছেন- রিচার্ড কেটেলবরো, ক্রিস গাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়র্থ, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
১২ জন আম্পায়ারের মধ্যে ৬ জন ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করেছেন। সেই টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা রিচার্ড কেটেলবরো এবারও আছেন।
ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন-অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলংকার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য তারা।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ার ও রেফারির নাম পরে ঘোষণা করা হবে।
পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। ভারতীয় দল সরকারের কাছ থেকে পাকিস্তান সফরে অনুমতি না পাওয়ায় টিম ইন্ডিয়া তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সব মিলিয়ে টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবা-রাত্রির।