সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভয়াবহ এই দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌভাগ্যবশত কোনো আহতের খবর পাওয়া যায়নি, যদিও কনভয়ের দুটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমানের পথে ছিলেন গাঙ্গুলি। 

সংবাদ অনুযায়ী, গাঙ্গুলির রেঞ্জ রোভার স্বাভাবিক গতিতে চলছিল, তখন একটি দ্রুতগামী লরি হঠাৎ তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাঙ্গুলির গাড়ির পেছনের যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। ফলে পেছনের একটি গাড়ি গাঙ্গুলির গাড়িকে ধাক্কা দেয়। তবে কনভয় খুব বেশি গতিতে চলছিল না বলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সংক্ষিপ্ত বিলম্বের পর, গাঙ্গুলি তার সফর অব্যাহত রাখেন এবং নির্ধারিত সময়েই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। বিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বর্তমানে জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক গাঙ্গুলি বর্তমানে ভারতের নারী ক্রিকেটের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছেন।