অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তিনি নতুন বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কিছু নেতাকর্মীর সঙ্গে সময় কাটানোর কারণে।
স্বৈরাচারী আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন সাকিব। এবার সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু সময় পর সামাজিক মাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসিমুখে দেখা দেন সাকিব আল হাসান।
পোস্টের ক্যাপশনে ছাত্রলীগ নেতা স্বপ্নীল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই!’
এই পোস্ট ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান নেতিবাচক মন্তব্য ও বিতর্ক। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের এমন বিতর্কিত পরিবেশে থাকা কতটা যৌক্তিক। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে অনলাইন প্ল্যাটফর্মে।’
এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।