রুবেল মিয়ার সেঞ্চুরিতে পারটেক্সের স্বস্তির জয়

ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৯ রানে হারায় তারা। ম্যাচের নায়ক রুবেল মিয়া, যিনি নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে এনে দেন জয়ের ভিত।

২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুর জয়ের খুব কাছে এসেও ভেঙে পড়ে। রায়ান রাফসান রহমান ও শাহরিয়ার সাকিবের চমৎকার ৭৭ রানের জুটিতে গড়ে উঠেছিল জয়ের সম্ভাবনা। কিন্তু সাকিবের আউটের পর একের পর এক উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় দলটি।

এনিয়ে টানা ১১ ম্যাচে হারল শাইনপুকুর, যাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। অন্যদিকে, ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে টিকে থাকার দৌড়ে টিকে থাকল পারটেক্স। শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের অবস্থান।

টস হেরে ব্যাটিংয়ে নামা পারটেক্স শুরুতে চাপে পড়ে যায়, পাওয়ার প্লেতেই হারায় দুই ওপেনার। তবে তিন নম্বরে নামা রুবেল মিয়া এবং মোহাম্মদ রাকিব দলের হাল ধরেন। ১৫২ রানের দুর্দান্ত জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। রাকিব ৭৫ বলে ৪৭ রান করলেও মূল আলোচনার কেন্দ্রে ছিলেন রুবেল। ১১৯ বলে পূর্ণ করেন স্বীকৃত ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। এরপর আহরার আমিনের ৩৭ এবং সাব্বির রহমানের মাত্র ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে দল পৌঁছে যায় ২৬৪ রানে।

রান তাড়ায় শাইনপুকুরের শুরুটা ছিল দুর্দান্ত। মইনুল ইসলাম ২৭ বলে ৪৫, নিওন জামান ও রহিম আহমেদ দুজনই করেন ২৯ রান করে। পরে রাফসান (৮৩ বলে ৫৯) এবং সাকিব (৪৯) দৃঢ়তা দেখালেও দলের আর কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ ৭ উইকেট হারায় মাত্র ৪৪ রানের ব্যবধানে। পারটেক্সের হয়ে বল হাতে ইয়াসিন এবং আলাউদ্দিন নেন ৩টি করে উইকেট, মুক্তার হোসেন পান ২টি।