দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষ হচ্ছে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানের ঐতিহাসিক ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের ১১ এপ্রিল এই ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। দীর্ঘ বিরতির পর আবারও এই দুই দলই মুখোমুখি হবে ঐতিহাসিক মাঠে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ ঘোষণা দিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে—২৫ ও ২৭ মে। এরপর সিরিজের বাকি তিন ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ৩০ মে, ১ জুন ও ৩ জুন।
শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুটি সিরিজের পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত বদলে শুধুই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়। কারণ ২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালের বিশ্বকাপ উভয়ই সংক্ষিপ্ত ফরম্যাটে হবে, যার প্রস্তুতির অংশ হিসেবেই এই রদবদল।
ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে স্টেডিয়ামে যুক্ত করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। পিসিবির মতে, এই ভেন্যুর নবজাগরণে বড় ভূমিকা রাখবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তান অনেকটাই এগিয়ে-১৯ ম্যাচে ১৬ জয় তাদের, মাত্র ৩ জয় বাংলাদেশের।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ মে প্রথম টি-টোয়েন্টি ফয়সালাবাদ
২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ফয়সালাবাদ
৩০ মে তৃতীয় টি-টোয়েন্টি লাহোর
১ জুন চতুর্থ টি-টোয়েন্টি লাহোর
৩ জুন পঞ্চম টি-টোয়েন্টি লাহোর