বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি জানিয়ে দিলো পিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (১৩ মে) এই সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো হয়েছে। এখন বিসিবির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে সফরটি।

পিসিবি প্রকাশিত নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ মে। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মে, ১ জুন, ৩ জুন এবং ৫ জুন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ীই প্রথম তিনটি ম্যাচ হবে ফয়সালাবাদে এবং শেষ দুটি ম্যাচ আয়োজন করা হবে লাহোরে।

এর আগে ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে নতুন সিদ্ধান্তের ফলে সূচি পেছাতে হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, পিএসএলের দশম আসর পুনরায় শুরু হচ্ছে ১৭ মে, যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে। ফলে পিএসএল শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায়, বাংলাদেশ সিরিজ পিছিয়ে নেওয়া হয়।

এখনো বিসিবির পক্ষ থেকে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।