হঠাৎ মাঠের বাইরে মিরাজ, জানা গেলো যে কারণ!

শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রস্তুতি পুরোদমে চলছে। গলে প্রথম টেস্টের আগে রোববার দলীয় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ স্কোয়াডের প্রায় সবাই। তবে অনুশীলন মাঠে দেখা মেলেনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের—মেহেদী হাসান মিরাজ।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। তাকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। যদিও জ্বরের মাত্রা গুরুতর নয়, তবুও শ্রীলঙ্কার গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত সেরে ওঠাই হবে বড় চ্যালেঞ্জ।

এই সফরটা মিরাজের জন্য শুধুই আরেকটা সিরিজ নয়। ওয়ানডে দলে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। তামিম ইকবাল ও লিটন দাসের নেতৃত্ব অধ্যায়ের পর তরুণ এই অলরাউন্ডারকেই ভবিষ্যতের নেতা হিসেবে বেছে নিয়েছে বোর্ড। ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

এর আগে ১৭ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোতে। এরপর জুলাইয়ে হবে টি-টোয়েন্টি সিরিজ—১০ তারিখে পাল্লেকেলে, ১৩ তারিখে ডাম্বুলা এবং ১৬ তারিখে কলম্বোতে।

মিরাজের নেতৃত্বের অভিজ্ঞতা ঘরোয়া ক্রিকেটে কিংবা বয়সভিত্তিক পর্যায়ে থাকলেও জাতীয় দলে এবারই প্রথম বড় দায়িত্ব পালন করবেন তিনি। আর সে যাত্রার শুরুতেই শারীরিক অসুস্থতা তার প্রস্তুতিকে কিছুটা ব্যাহত করল।

দলীয় সূত্র বলছে, মিরাজের দ্রুত সেরে ওঠার জন্য চিকিৎসক দল নিবিড়ভাবে কাজ করছে।