এ বছরই নারী ওয়ানডে বিশ্বকাপ। আসছে ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম জমজমাট এই টুর্নামেন্ট। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল, যারা এখন বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা পোক্ত করতে মরিয়া।
বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো। রাজনৈতিক কারণে ভারতের মাটিতে খেলতে না পারায় পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ফলে প্রথম ম্যাচেই ‘নিউট্রাল ভেন্যু’-তে নামছে বাংলাদেশ।
এরপর ৭ অক্টোবর বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, গুয়াহাটিতে। ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ ও ১৬ অক্টোবর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল—এই তিনটি ম্যাচই হবে ভাইজাগে। এরপর ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক ভারত, ভেন্যু বেঙ্গালুরু।
টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলই সুযোগ পাচ্ছে সাতটি করে ম্যাচ খেলার। শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর। ফাইনাল হবে ২ নভেম্বর বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচগুলো স্থানান্তরিত হবে কলম্বোতে।