টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ফরম্যাটে এনসিএল!

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এক সময় শুধু চার দিনের লাল বলের ফরম্যাটে সীমাবদ্ধ ছিল। তবে গত বছর প্রথমবার টি-টোয়েন্টি সংস্করণ চালু হওয়ার পর তা তরুণ ক্রিকেটার ও দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে। সেই সফলতাকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করছে।

আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্টের নতুন আসর। এবার শুধু সিলেট নয়, আরও দুটি ভেন্যু যুক্ত হয়েছে, ফলে মোট তিন মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফিটনেস টেস্ট ইতোমধ্যে শেষ হয়েছে, দলগুলোও সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলনে নেমেছে।

টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের অন্যান্য কর্তা, সাবেক জাতীয় অধিনায়ক এবং এনসিএলে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধি। সেখানে বুলবুল জানান, বিসিবি শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ফরম্যাটেও এনসিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। 

অন্যদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ঘোষণা দেন, এবারের আসরে ক্ষুদে ক্রিকেটারদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যুতে প্রতি ম্যাচে ২০০–৩০০টি টিকিট বিনামূল্যে বিতরণ করা হবে, যাতে জুনিয়র ক্রিকেটাররা সরাসরি মাঠে বসে খেলা দেখতে পারে।