ভারতের বিপক্ষে হারের পরও এশিয়া কাপের ফাইনাল দৌড়ে টিকে আছে বাংলাদেশ। সুপার ফোরে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ৪১ রানে হেরে যায় লিটন দাসের দল। তবে সেই পরাজয়ের মাঝেই লুকিয়ে আছে সুযোগ-কারণ ভারতের জয়ে সমীকরণ হয়েছে একেবারেই সহজ।
আগে যেখানে নেট রানরেটের জটিল হিসাব কষতে হতো, এখন সব নির্ভর করছে একটি ম্যাচের ওপর। আজ বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচে যারাই জিতবে, তারাই উঠবে ভারতের সঙ্গে ফাইনালে। হারের সঙ্গে সঙ্গেই বিদায় নিতে হবে অপর দলকে।
এই মুহূর্তে সমান ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ অবস্থান করছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। রানরেটে এগিয়ে আছে পাকিস্তান (০.২২৬), পিছিয়ে বাংলাদেশ (-০.৯৬৯)। কিন্তু এই ব্যবধান নিয়ে ভাবনার কিছু নেই, কারণ সেমিফাইনালের মতো ম্যাচে কেবল জয়ই এনে দেবে ফাইনালের টিকিট।
টি-টোয়েন্টিতে পাকিস্তান ঐতিহাসিকভাবে এগিয়ে থাকলেও সাম্প্রতিক রেকর্ডে বাংলাদেশও লড়াই করেছে সমানে। শেষ পাঁচ দেখায় পাকিস্তান জিতেছে তিনটিতে, বাংলাদেশ দুটি। এমনকি সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজও নিজেদের করে নিয়েছিল টাইগাররা।
সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য রীতিমতো ফাইনালের সমান গুরুত্বপূর্ণ। জয় মানেই ট্রফি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হওয়ার সুযোগ, আর হার মানেই বিদায়।