বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে পাইলট ক্যাটাগরি-৩ থেকে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট, আর ১টি ভোট বাতিল হয়।
খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর মনোনীত হয়েছেন। ক্রিকেটাররা ছাড়াও এই ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার থেকে ভোট দেওয়া হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ও অধিনায়ক ছিলেন। ক্রিকেটের প্রতি তার দীর্ঘদিনের নিবেদন এবং অভিজ্ঞতা এবার প্রশাসনিক দায়িত্বে কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।