কোয়াব ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট সরে দাঁড়িয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে। শনিবার রাতে কোয়াবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাইলট সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক হিসেবে জয়লাভ করেছেন। নতুন এই পদে দায়িত্ব নেওয়ার পরই তিনি বুঝেছেন, একই সময়ে দুই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা স্বার্থসংঘাত তৈরি করতে পারে। তাই ক্রিকেটের নীতি ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি স্বেচ্ছায় কোয়াবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে পাইলট বলেন, ‘কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। ক্রিকেটারদের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি, যা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে। তবে আমি এখন বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি, তাই দুই প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখতে কোয়াব থেকে পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।’

গত ৪ সেপ্টেম্বর গঠিত কোয়াবের নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন পাইলট। কিন্তু বিসিবিতে নতুন ভূমিকায় আসার পর নিজের অবস্থান পরিষ্কার রাখতেই তিনি পদ ছাড়েন।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন পাইলটের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি বলেন, ‘পাইলট সবসময় কোয়াবের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছেন। আমরা তার পেশাদারিত্ব ও নিষ্ঠাকে সম্মান জানাই।’

পাইলটের পদত্যাগের পরও কোয়াবের বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যাবে আগের মতোই। কমিটিতে রয়েছেন সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও নুরুল হাসান সোহান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, ইমরুল কায়েস, ইরফান সুক্কুর, আকবর আলী ও শামসুর রহমান শুভ।