বিপিএলে যাচাইয়ে টিকলো না তিন প্রতিষ্ঠান !

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। শুরুতে যেখানে ১১টি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ দেখিয়েছিল, শেষ পর্যন্ত প্রাথমিক যাচাই–বাছাইয়ে টিকে থাকতে পারেনি তিনটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে অন্যতম হলো খুলনা টাইগার্সের মালিকানাধীন মাইন্ড ট্রিও ও নোয়াখালির নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী বাংলা মার্ক লিমিটেড।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়াগত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, ‘আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি সব প্রতিষ্ঠানের নথি পরীক্ষা করেছে। কিছু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্টের ঘাটতি ছিল। এ কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের যৌথ মূল্যায়নের পর এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি এবং রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়ামকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’

এর আগে চিটাগং কিংস ও নতুন আবেদনকারী দেশ ট্রাভেলসকেও আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। ফলে শুরু থেকেই অনুমিত ছিল, বিপিএলে তাদের জায়গা হবে না। তবে খুলনা টাইগার্সের মতো নিয়মিত ও সফল ফ্র্যাঞ্চাইজির বাদ পড়া অনেক সমর্থকের জন্যই ছিল বিস্ময়কর খবর।

দীর্ঘদিন ধরে বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করে আসা খুলনা টাইগার্স দলটি দেশি–বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে সবসময়ই ছিল প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী ইউনিট। বিসিবি জানিয়েছে, যোগ্য অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে।