ভারতের জন্য বড় এক ধাক্কাই বটে। কলকাতা টেস্ট থেকে একরকম ছিটকেই গেলেন শুবমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার দ্বিতীয় দিনে খেলতে নেমে গলার পেশীতে চোট পান ভারতীয় ব্যাটার শুভমান গিল। ঘাড়ের চোটে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়েন গিল। প্রোটিয়া স্পিনার সিমন হার্মারকে স্লগ-সুইপ করার সময় গিল আঘাত পান তিনি। শটটি খেলার পরই সঙ্গে সঙ্গে ঘাড়ের পিছনের দিকে হাত দিয়ে ব্যথায় কাতরে ওঠেন এবং দ্রুত ফিজিওর সাহায্য চান। প্রাথমিক পরীক্ষার পর, মাত্র ৩ বল খেলে ৪ রানে অপরাজিত থাকা অবস্থায় 'রিটায়ার্ড হার্ট' হন গিল।
প্রথম সেশনের পর বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘শুবমান গিলের গলায় পেশীতে সমস্যা হয়েছে এবং তাকে বিসিসিআইয়ের মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে।’
ঘণ্টাখানেক পর স্ট্রেচারে শুইয়ে গিলকে ঘাড়ের কলার পরিয়ে মাঠের বাইরে আনা হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
গিলের চোট নিয়ে ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল বলেছেন, ‘গিল খুব ফিট, নিজের খেয়াল রাখে। এটা দুর্ভাগ্যজনক। এই চোট হয়তো রাতে পর্যাপ্ত ঘুমের অভাবেও হতে পারে।’
গত কয়েক মাসই ভারতের ব্যস্ত সূচিতে দম ফেলার সময় পাননি গিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পর অস্ট্রেলিয়ায় সফর। ব্রিসবেনে ম্যাচ খেলেই কলকাতা ফেরা। সব মিলিয়ে বেশ ধকল সহ্য করতে হয়েছে ভারতের টেস্ট দলের অধিনায়ককে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অবশ্য সুবিধাজনক জায়গায় আছে ভারত। দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পেতে শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ৭ উইকেটে তুলে নিয়েছে তারা। সফরকারীদের লিড মাত্র ৬৩।