নিলামের আগেই সিদ্ধান্ত- বিপিএলে থাকছেন না তামিম

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের বিপিএল না খেলার খবরটি আনুষ্ঠানিক হওয়ার আগেই নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অবশেষে আশঙ্কাই সত্য হলো, ২৩ নভেম্বরের বিপিএল নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের কথা তিনি নিজেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এরপর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রশ্ন-কেন হঠাৎ করে সরে দাঁড়াচ্ছেন দেশের সফলতম ওপেনার?

গত বছর মার্চে ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তামিম আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত ফেরেননি। চিকিৎসা, বিশ্রাম ও পুনর্বাসনের পরও এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি। দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই বিপিএলের মতো দ্রুতগামী, শক্ত প্রতিযোগিতার আসরে নামা তার জন্য ঝুঁকিও বটে; এই বাস্তবতাই তাকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে।

স্বাস্থ্য ছাড়াও প্রস্তুতির ঘাটতি তার সরে যাওয়ার বড় কারণ। গত দুই আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে দুটি শিরোপা এনে দিয়েছিলেন তামিম। এমন সাফল্যের পর তার প্রতি প্রত্যাশা আরও বেড়েছিল, আর তিনি জানতেন-প্রস্তুতি ছাড়া নামা মানে নিজের মানের সঙ্গে আপস করা। এ কারণেই ব্যাট হাতে ফিরে আবার আলো ছড়ানোর চাপের চেয়ে সরে দাঁড়ানোকে তিনি বেছে নিয়েছেন।

এর সঙ্গে পরিস্থিতি আরও জটিল করেছে ফরচুন বরিশালের এবারের বিপিএলে অংশ না নেওয়া। পরিচিত ড্রেসিংরুম, পরিচিত ব্যবস্থাপনা ও নিজের দলের ব্যাকআপ না থাকাও তামিমের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। দলটির সরে দাঁড়ানোয় তার জন্য স্বাচ্ছন্দ্যের পরিবেশও হারিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে তামিমের নাম আরও আলোচনায় আসে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে নিজেকে সরিয়ে নেন। এই প্রশাসনিক ব্যস্ততাও ক্রিকেটে ফেরার পরিকল্পনাকে আরও ঠেলে দেয় অনিশ্চয়তার দিকে।