সুপার ওভার নাটকে ভারতের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ছিল যেন এক রোলারকোস্টার, যেখানে কখনো বাংলাদেশ এগিয়ে গেছে, কখনো ভারত ফিরে এসেছে!আর শেষ পর্যন্ত সবকিছুকে ছাপিয়ে নাটক রচনা করেছে সুপার ওভার। মূল ম্যাচে ১৯৪ রানের লড়াইয়ের পর দুই দলই অবস্থান নেয় সমতায়। 

আর সেই সমতা ভাঙতে মঞ্চে আসে সুপার ওভার, যেখানে রিপন মন্ডল হয়ে ওঠেন বাংলাদেশের নায়ক। তার প্রথম দুই বলেই ভারত হারায় দুই উইকেট এবং আর পেছন ফিরে দাঁড়াতে পারে না। মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যদিও শুরুতে খানিক চাপে পড়েছিল, কিন্তু একটি ওয়াইডই শেষ পর্যন্ত এনে দেয় কাঙ্ক্ষিত জয়।

কাতারের দোহায় এর আগে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে সোহান ও জিসানের ওপেনিং জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝড়ো শুরুর পর জিসান ২৬ রানে ফিরলেও সোহানের ৬৫ রানের ইনিংস দলকে এগিয়ে নেয়। মাঝের ক্রমে একে একে আকবর আলী, জাওয়াদ আবরার, রনি ও অঙ্কন ফিরে গেলে রানের গতিতে ভাটা পড়ে।

তবে সপ্তম উইকেটে মেহরব হোসেন ও ইয়াসির আলীর ৬৪ রানের প্রাণবন্ত জুটি বাংলাদেশকে আবারও প্রবাহে ফিরিয়ে আনে। মেহরব অপরাজিত ৪০ রান এবং ইয়াসিরের ১৭ রান দলের ইনিংসকে ১৯৪ রান পর্যন্ত নিয়ে যায়।

ভারতের শুরুটিও ছিল দারুণ। ওপেনার ভৈবভ সূর্যবংশীর ১৫ বলে ৩৮ রানের ধাক্কায় ম্যাচে প্রথম চাপ পড়ে বাংলাদেশ শিবিরে। তার সঙ্গে প্রিয়াংশ আরিয়ার ৪৪ রান দলের ভিত্তি তৈরি করে। নামান ধীর ব্যর্থ হলেও অধিনায়ক জিতেশ শর্মা ৩৩ রানে দলকে প্রতিযোগিতায় রাখেন। নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিংয়ের ছোট অথচ কার্যকর জুটি ম্যাচকে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যায়। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান; তারা তুলে ফেলে ১৫। শেষ বলে চার লাগলেই জেতা যেত, কিন্তু হার্শ দুবে এক রান নিলে এবং ওভারথ্রু দিয়ে আরও দুই রান এলেও ম্যাচ টাই হয়ে যায়।

সে ম্যাচের রেশই গড়িয়ে যায় সুপার ওভারে। রিপন মন্ডল প্রথমেই ভারতীয় শিবিরে ধাক্কা দেন দুই বলে দুই উইকেট তুলে নিয়ে। ভারত আর দাঁড়াতেই পারেনি। এক রানের ক্ষুদ্র লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ উত্তেজনার মুহূর্ত তৈরি করলেও শেষ পর্যন্ত একটি ওয়াইডেই ম্যাচ শেষ হয়ে যায়!